ঠিক হয়ে গেল মুক্তির দিন। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। তার ঠিক চার আগে অর্থাৎ ১১ অগাস্ট চার বছর ফের বড় পর্দায় ফিরছেন ব্যোমকেশ বকসি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শেষ ব্যোমকেশ এবং অসমাপ্ত গল্প ‘বিশুপাল বধ’ অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর টিজারেই মিলেছে রহস্যের গন্ধ এবং মঞ্চে হত্যার ঝলক। আর সেই হত্যা এবং রহস্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যের সন্ধানেই হাজির হবেন ব্যোমকেশ বকসি।
সাতের দশকে নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল উপন্যাসটি। নাটকের মঞ্চ থেকেই গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাট্য মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? সেই সত্য উদ্ধার করতেই রহস্যের গভীরে প্রবেশ করেন ব্যোমকেশ। তাঁর চেষ্টাতেই একে একে পুরো বিষয়টা প্রকাশ্যে আসে। চার বছর ব্য়োমকেশকে বড় পর্দায় এনে, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক অরিন্দম শীল।
আবারও ব্যোমকেশ সাজে আবির চট্টোপাধ্য়ায়কে পেতে চলেছে বাঙালি। তাঁর স্ত্রী ভূমিকায় এবারও সোহিনী সরকার। তবে বদেলেছেন অজিত। শেষবার এই চরিত্রে দেখা গিয়েছিল রাহুল বন্দ্যোপাধ্য়ায়কে। এবার দেখা যাবে সুহোত্র মুখোপাধ্য়ায়কে। এই প্রথমবার ব্যোমকেশের ছবিতে দেখা যাবে পাওলি দামকে। এছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দ, অনুষা বিশ্বনাথন, অর্ণ মুখোপাধ্যায়রা।