ফের বড়পর্দায় আসতে চলেছে ব্যোমকেশ বক্সী। পরিচালক অরিন্দম শীলের এই ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ' নিয়ে টলিপাড়ায় অনেকদিন ধরেই উত্তেজনা। ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সরকার। অজিতের ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায়। এই ছবির মূল কাহিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরই। তবে, এখানে আকর্ষণের জায়গাটি অন্য। মূল কাহিনি 'বিশুপাল বধ' লেখার সময়ই প্রয়াত হয়েছিলেন শরদিন্দু। কাহিনিটি শেষ করে যেতে পারেননি তিনি। এবার সেই 'অসমাপ্ত কাহিনি'ই বড় পর্দায়! যদিও, মোটেই অসমাপ্ত অবস্থায় নয়। কাহিনিটি শেষ করেছেন অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত দুজনে মিলে।
ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, এই রঙ্গমঞ্চের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে রহস্য। ২৭ জুলাই সন্ধেয় মুক্তি পেয়েছে ব্যোমকেশের ট্রেলার।
এক সংবাদমাধ্যমকে পরিচালক অরিন্দম শীল বলেছেন, 'এটি আমার করা চতুর্থ ব্যোমকেশ। এটা বাকি ব্যোমকেশগুলোর থেকে বেশ কিছু কারণে আলাদা। বেশ কিছু বাড়তি জিনিস রয়েছে এই ছবিতে। আশা করি বাকি সব ব্যোমকেশের মতো মানুষ 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-কেও ভালোবাসা দেবেন।'
আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশের হত্যামঞ্চ'। ওই একইদিনে মুক্তি পাচ্ছে বলিউডের দুটি বিগ বাজেট ছবি 'লাল সিং চাড্ডা' ও 'রক্ষাবন্ধন'ও। তাদের সঙ্গে কতটা পাল্লা দিতে পারবে ব্যোমকেশ? যবনিকা পতনের সঙ্গে সঙ্গেই এই উত্তরেরও অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।