বড় পর্দা হোক বা ওয়েব সিরিজ, বঙ্গ জীবনের অঙ্গ এখন ব্যোমকেশ। আট নম্বর সিজন নিয়ে হইচই-তে হইহই করে আসছে 'ব্যোমকেশ'! এবারের গল্প ব্যোমকেশ ও চিড়িয়াখানা। ব্যোমকেশ-সত্যবতীর ভূমিকায় সেই অনির্বাণ-ঋদ্ধিমাই থাকছেন, কিন্তু চমক রয়েছে অজিতের চরিত্রে।
এতদিন অজিতের ভুমিকায় দেখা যেত সুপ্রভাত মুখোপাধ্যায়কে। এবার মুখ বদলে সে চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভাস্বরকে। বাংলার একেবারে প্রথম সারির গোয়েন্দা সাহিত্যের নামী চরিত্রে অভিনয় করা ভাস্বরের জন্যেও নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ বটে।
Nusrat-Mimi : হট চকোলেটে মজেছেন 'বনুয়া' মিমি, নুসরতের মন পড়েছে কীসে জানেন ?
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দেব ঘোষণা করেছেন, বিরসা দাসগুপ্তের পরিচালনায় বড়পর্দায় তিনিও আসছেন ব্যোমকেশ-অবতারে।