প্রতিযোগিতা ছিলই চিরকাল, তবে এমন সরাসরি ছিল কি? বাংলায় একইসঙ্গে ব্যোমকেশের (Byomkesh-Satyanweshi) একই গল্প নিয়ে মুক্তি পাচ্ছে একই ছবি, একটি বড়পর্দায়, অন্যটি ওটিটি-তে। একটি সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji), অন্যটি বিরসা দাসগুপ্তের (Birsa Dasgupta), একটি এসভিএফ (SVF)-এর, অন্যটি দেবের (DEV) প্রযোজনা সংস্থার।
এতে সত্যিই কার ভাল হবে? বাংলা ইন্ডাস্ট্রির? নাকি সামনে এসে পড়বে প্রযোজনা সংস্থার এ ওকে টেক্কা দেওয়ার মনোভাব? কার সর্বনাশ, পৌষ মাস-ই বা কার?
দেব অভিনীত ব্যোমকেশ পর্দায় আসছে ১১ অগাস্ট, সৃজিতের পরিচালনায়, হইচইতে দুর্গ রহস্য মুক্তি পাবে শিগগির, যদিও তারিখ প্রকাশ্যে আসেনি। সম্ভাবনা দু'রকমের। ১১ অগাস্টের আগে যদি মুক্তি পায়, সে ক্ষেত্রে বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে দেবের ব্যোমকেশ? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একেবারে। কারণ, একবার 'দুর্গ রহস্য' দেখে নিলে দু-এক সপ্তাহের মধ্যে শুধু দেব-রুক্মিণীকে বড় পর্দায় দেখতে হলমুখী হবেন বাঙালি? কারণ, বাকি গল্পের প্লট, অপরাধী, সবই তো এক, আর কি চমক থাকবে?
Rukmini Maitra: Satyabati: অন্তঃসত্ত্বা সত্যবতী! রুক্মিণীর জন্মদিনেই ফার্স্ট লুক প্রকাশ্যে
অন্যদিকে দেবের ব্যোমকেশ দেখে নিলেও ওটিটি-তে অনির্বাণ-সোহিনীর রসায়ন আরও একবার দেখার ক্ষেত্রে ততোটা অনাগ্রহ থাকার কথা নয়, কারণ আলাদা করে টিকিট কাটার খরচ নেই, সপ্তাহান্তে ইচ্ছেমতো সময় বের করলেই হল।
এবার অপেক্ষা সৃজিতের ছবি স্ট্রিমিং-এর তারিখ প্রকাশের, তাহলেই বেশ কিছু প্রশ্নের উত্তর স্পষ্ট হবে।