উত্তর আমেরিকার বঙ্গসম্মেলনে গিয়ে চূড়ান্ত অপমানিত হতে হয়েছিল অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তীর মতো বাঙালি শিল্পীদের । যা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া । সরব হয়েছেন একাধিক শিল্পী । এবার এই ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইল আমেরিকার কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল । সেইসঙ্গে, তিন বছরের জন্য ব্ল্যাক লিস্ট করে দেওয়া হল এবারের অনুষ্ঠানের আয়োজক নিউ জার্সির এক বাঙালি সংগঠনকে।
আমেরিকার কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফে জানানো হয়েছে, আগামীতে যদি আবার এমন কোনও ঘটনা ঘটে তাহলে বাংলা এবং বাংলার সংস্কৃতিকে রক্ষার জন্য তাঁদের পাশে থাকবেন তাঁরা । উল্লেখ্য, NABC অর্থাৎ নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এর যে মূল ভাবনা এবং পরিকল্পনা সেটা সিএবি-র । প্রত্যেক বছর এক বাঙালি সংগঠনকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয় । এবার সেই সংগঠনের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলেছিলেন বাঙালি শিল্পীরা ।
আরও পড়ুন, Shruti Das-Swarnendu Wedding: ‘জাস্ট ম্যারেড’, বিয়ে সেরে ফেললেন শ্রুতি এবং স্বর্ণেন্দু
উল্লেখ্য, বর্ষীয়ান শিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী একটি লম্বা চিঠি লিখে উত্তর আমেরিকার বঙ্গসম্মেলনের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ জানান। যা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেন সঙ্গীতশিল্পী তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। পণ্ডিত অজয় চক্রবর্তী'র অভিযোগ, মার্কিন মুলুকে পৌঁছনোর পর থেকেই নানাভাবে উদ্যোক্তাদের দ্বারা 'অপমানিত' হয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি প্রাপ্ত পারিশ্রমিকও সময়ে পাননি বলে অভিযোগ। থাকা-খাওয়ার চূড়ান্ত অব্যবস্থা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন এই কিংবদন্তী শিল্পী । এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজের অপ্রীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বিশিষ্ট গায়িকা জয়তী চক্রবর্তীও । ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন লোপামুদ্রা মিত্র, লাজবন্তী রায়, অনিন্দ্য চট্টোপাধ্যের মতো শিল্পীরা।