টলিপাড়ায় পর পর বিয়ের সানাই! আজ চারহাত এক হচ্ছে টেলিপাড়ার জনপ্রিয় দুই তারকার। দর্শনা বণিক, সৌরভ দাস।
বিগত সপ্তাহ দুয়েক টলিপাড়ার বন্ধুরাই একের পর এক আইবুড়োভাত খাইয়েছেন হবু বর কনেকে। জমিয়ে কেনাকাটা চলেছে দু'জনের। একেবারে সাবেক রীতিনীতি মেনেই বিয়ে করছেন দর্শনা-সৌরভ। বিয়ের সব অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা করে রাখা আছে বাহারি বেনারসি।
Darshana-Sourav Wedding: 'মাত্র এক-দেড় বছরের প্রেম', বিয়ের আগে দর্শনার নার্ভাস লাগছে?
গত এক-দেড় বছর ধরে প্রেম করছিলেন হবু বর কনে, কিন্তু আড়ালে রেখেছিলেন ঘনিষ্ঠতার কথা। গত মাসের শেষেই বিয়ের খবর প্রকাশ্যে আসে।
বিয়ের আগে দর্শনা দশ দিন ছুটি নিয়ছেন, কিন্তু সৌরভ কাজ কর গেছেন বিয়ের আগ পর্যন্ত।