১৯৮২-এর সুপারহিট ছবি ডিস্কো ডান্সার এবার মঞ্চে। লন্ডনের পর মুম্বইতে মঞ্চস্থ হল। ১৪ এপ্রিল ছিল 'ডিস্কো ডান্সার-দ্য মিউজিকাল'এর প্রিমিয়ার। প্রথম দিনেই দর্শকদের মাত করল এই শো। উচ্ছ্বসিত স্বয়ং মিঠুন।
শো-এর মূল উদ্যোক্তা সুনীল শেট্টি এবং সারেগামা। শোয়ে বাপ্পি লাহিড়ির সমস্ত গানকে একদম নতুনভাবে তুলে ধরা হয়েছে। বলিউডকে উদযাপন করার জন্যই একেবারে নতুন মোড়কে এই উপস্থাপনা।
মিঠুন ছাড়াও মুম্বাইয়ের এই শোয়ে উপস্থিত ছিলেন তনুজা, নিতিন মুকেশ, নীল নিতিন মুকেশ, সুনিধি চৌহান, অনু মালিকরা।