একজন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা, আরেকজন জীবনের প্রথম পরিচালনাতেই পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি, বলছি চঞ্চল চৌধুরী এবং 'দোস্তজী' ছবির পরিচালক প্রসুন চট্টোপাধ্যায়ের কথা।
প্রসূনের পরের ছবিতে কি দেখা যাবে 'হাওয়া'র অভিনেতাকে? পরিচালকের পোস্টে কিন্তু তেমনই ইঙ্গিত।
নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’ (এনএবিসি)-এ অংশ নিতে এখন আমেরিকায় রয়েছেন প্রসূন এবং চঞ্চল দু'জনেই। চঞ্চলের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন প্রসূন৷ সঙ্গে ক্যাপশন- 'এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক'।
তাহলে কি সৃজিত মুখোপাধ্যায়ের পর প্রসূনের ছবিতে অভিনয় করবেন চঞ্চল? পরিচালক এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ৷ ৭ জুলাই কলকাতায় ফিরবেন পরিচালক। তারপর কি খোলসা করবেন কিছু? উত্তর জানতে অপেক্ষা করতেই হবে