মৃণাল সেনের (Mrinal Sen) জন্মশতবর্ষে তাঁর বায়োপিক পর্দায় আনছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক’ (Padatik)।ছবির প্রথম পোস্টারেই জানা গিয়েছিল, এই ছবিতে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জুতোয় পা গলাতে চলেছেন সকলের ‘মনের মানুষ’ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। বলাই বাহুল্য, চঞ্চলের পালে ‘হাওয়া’ লাগতেই তাঁর উপর বিশ্বাস বেড়েছে বাঙালি দর্শকদের। এবার প্রকাশ্যে এল মৃণালের বেশে চঞ্চলের ফার্স্টলুক। ছবি দেখলে একবার চোখ কচলে নিতে হবে গুলিয়ে যাচ্ছে না তো?
আরও পড়ুন: মৃণাল সেনের চরিত্রে ওপার বাংলার চঞ্চল চৌধুরী, সৃজিতের নতুন চমক
অবিকল চাহনি, উল্টে আঁচড়ানো চুল, মোটা কালো ফ্রেমের চশমা, সাদা ধবধবে ফতুয়া, হাতে সিগারেট মৃণাল সেনের নানা ছবির ছাঁচেই যেন গড়া হয়েছে চঞ্চলকে। নিখুঁত প্রস্থেটিক মেকআপে নিমেষে গিয়েছেন মিলে মৃণাল-চঞ্চল। মৃনাল সেনের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মনামী ঘোষ, প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুকও। জানুয়ারির মাঝামাঝিই শুরু হওয়ার কথা ছবির শ্যুটিং।