গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়াকার। ওপর বাংলার তারকারা আলো করে রাখলেন চলচ্চিত্র উৎসব, হাঁটলেন রেড কার্পেটে। অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নুসরত ফারিয়া একেবারে বাঙালি সাজে মাতালেন মঞ্চ।
গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে নুসরত ফারিয়ার ‘পাতালঘর’, অভিনেত্রী এপার বাংলার ছবি ‘বিবাহ অভিযানে’-ও অভিনয় করেছিলেন।একেবারে বাঙালি সাজে গোয়ায় দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে এই মুহূর্তে দুই বাংলার ‘হাওয়া’ কার্যত ‘চঞ্চল’।
অভিনেতা চঞ্চল চৌধুরীর কারাগার সিরিজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে দুই বাংলায়, এছাড়া ‘হাওয়া’ সিনেমাটিও বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। সবুজ পাঞ্জাবিতে সেজে গোয়া মাতিয়েছেন অভিনেতা। চঞ্চল, নুসরতদের পাশাপাশি রেড কার্পেটে দেখা গিয়েছে অভিনেত্রী আফসানা মিমিকেও। গত ২০ নভেম্বর শুরু হয়েছে গোয়া চলচ্চিত্র উৎসব, শেষ হবে ২৮ নভেম্বর। দেশ বিদেশ থেকে বহু শিল্পীরা আমন্ত্রিত হয়েছেন এই উৎসবে।