শহরে চঞ্চল 'হাওয়া' (Hawa) লেগেছিল নভেম্বরেই । সেই 'হাওয়া'-র রেশ যে এখনও রয়ে গিয়েছে বাংলার সিনেপ্রেমীদের মধ্যে, শুক্রবার তার সাক্ষ্মী থাকল ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF 2022) । শুক্রবার সন্ধ্যায় নন্দন-১ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সিনেমা 'হাওয়া'। এদিন,বিকেল থেকেই দেখা যায় ছবি দেখার জন্য লম্বা লাইন । শুক্রবার নন্দনে ভিড় ধরে রাখল চঞ্চল চৌধুরী-র 'হাওয়া'। এদিন, 'হাওয়া' নিয়ে সাংবাদিক বৈঠকও করেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) ।
২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা গিয়েছিল চঞ্চল চৌধুরীকে । অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়দের সঙ্গে একই মঞ্চে দেখা যায় তাঁকে । কেমন ছিল সেই অভিজ্ঞতা । চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন,সবার সঙ্গে ওই মঞ্চে থাকতে তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন । বলেন, "যাঁরা ওই মঞ্চে ছিলেন তাঁদের মধ্যে বসে থাকতে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কারণ আমি মনে করি, আমি তাঁদের তুলনায় খুবই নগণ্য। অরিজিতের মতো আমিও চেষ্টা করছিলাম, যদি একটু পিছনের সারিতে বসা যায় ।" চঞ্চল চৌধুরীর বাবা অসুস্থ । তাই 'হাওয়া' নিয়ে কিছুদিন আগের সাংবাদিক বৈঠকে হাজির থাকতে পারেননি চঞ্চল । তাঁর কথায়,"দু’দিন পরে হলেও আমি পরিবারের অনুমতি নিয়ে কলকাতায় চলে এসেছি। বলেও এসেছি যে, কোনও খারাপ খবর এলে আমি ঢাকায় ফিরে যাব।"
শুক্রবার 'হাওয়া'-র সাংবাদিক বৈঠকে ছিলেন সৃজিত মুখোপাধ্যায় । টলিপাড়ায় কানাঘুষো খবর, সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন চঞ্চল । যদিও, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি কেউই । সৃজিত জানিয়েছেন, সময় এলে সবটাই জানা যাবে ।