শুক্রবার মৃণাল বেশে চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই চোখ জুড়িয়েছে সিনেপ্রেমীদের। মৃণালের স্ত্রীয়ের ভূমিকায় মনামিও ততোধিক অবিকল। সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবি নিয়ে ইতিমধ্যেই কৌতুহল বেড়েছে বাঙালি দর্শকদের। এবার আর দেরি নয়। রবিবার থেকেই শুরু হয়ে গেল পদাতিক ছবির শ্যুটিং। ছবিতে চঞ্চল - মনামীর জুটি দেখতে মুখিয়ে রয়েছে দর্শকেরা।
আপাতত চঞ্চলকে দিয়েই শুরু হবে ছবির শ্যুটিং। কিছু দিন পর থেকে শ্যুটিং-এ যোগ দেবেন মনামীও। উল্লেখ্য, ছবিটির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের তরফে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে 'মৃণাল সেন'-এর ভূমিকায় অভিনয় করা বিভিন্ন বয়সের চঞ্চল চৌধুরীকে। যুবক মৃণালের ভূমিকায় আবার রয়েছেন কোরক সামন্ত। রয়েছেন 'গীতা সেন'-এর ভূমিকায় মনামী ঘোষও। কুণাল সেনের ভূমিকায় দেখা গিয়েছে সম্রাট চক্রবর্তীকে।