ওপার বাংলা এপার বাংলার কাঁটাতার ঘুচিয়ে দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পদ্মাপাড়ের অভিনেতার অভিনয়ের কদর করেছে দুই বাংলাই। অভিনয় বাদেও, চঞ্চলের গান দারুণ পছন্দ করেন শ্রোতারা। ছেলে শুদ্ধকেও গানের তালিম দিয়েছেন খোদ অভিনেতা। তাঁদের একাধিক গানের যুগলবন্দী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চঞ্চল। এবার ঢালিউডে নতুন ট্যুইস্ট। বাবার সঙ্গেই অভিনয়ে অভিষেক হতে চলেছে চঞ্চল পুত্রের।
পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘মনোপজ’ ছবিতেই শুদ্ধের অভিষেক। এতদিন তাঁর গান শুনেছেন অনুরাগীরা, এবার বাবার সঙ্গে কতটা পর্দা জমাতে পারেন তরুণ অভিনেতা, সেই দিকেই তাকিয়ে দর্শক।
ছবিতে চঞ্চলের ছেলের চরিত্রেই অভিনয় করবেন শুদ্ধ। চঞ্চল জানান, শুদ্ধ তাঁর একটা অন্য অনুভূতির নাম, সে তাঁর শুধু সন্তান নন। গানের পাশাপাশি অভিনয়েও আগ্রহ রয়েছে ছেলের।