চঞ্চল চৌধুরীর সিনেমা 'হাওয়া'-র প্রভাবে কার্যত ভেসে গিয়েছিলেন দুই বাংলার অগণিত সিনেমা অনুরাগী। এবার সেই 'হাওয়া' পৌঁছে গেল সাগর পেরিয়ে সুদূর আফ্রিকায়!‘সাদা সাদা কালা কালা’ গাইলেন বিদেশি এক গায়ক। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা।
যিনি গাইলেন তাঁর নাম জৌটেন আটিকব্লুজ। এই শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে তিনি থাকেন কানাডায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বাংলায় গান গাইলেন জৌটেন। শিল্পীর কণ্ঠে নিজের ছবির গান শুনে মুগ্ধ চঞ্চল। শিল্পীর যন্ত্র বলতে শুধুই গিটার। সেটিই বাজিয়ে গাইছেন জৌটেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে অভিনেতা লেখেন- "ওর নাম Zoutenn Atikblues. জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকায়, বর্তমানে কানাডায় থাকে। হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম। তাও আবার বাংলা গান…"
ওই বিদেশি গায়কের সঙ্গে যে তাঁর পরিচয়ও হয়েছে সে কথাও জানান চঞ্চল চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করার পরেই রিয়্যাকশন আসতে থাকে চঞ্চল চৌধুরীর হাজার হাজার অনুরাগীর কাছ থেকে। প্রিয় অভিনেতার সিনেমার গানের বিশ্বব্যাপী আবেদন দেখে উৎফুল্ল তাঁরা।