দিন কয়েক আগেই ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর বিতর্কিত মন্তব্য হইচই ফেলে দিয়েছিল । এবার আরও একবার সংবাদ শিরোনামে অভিনেতা । তবে কোনও মন্তব্য নয়, গানে গানেই ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় । তাঁর গলায় শোনা গেল বাংলার গান, বাংলা মায়ের গান । উদাত্ত কণ্ঠ, যেন সুরের ঝংকার তুলছেন । আর তাঁকে ঘিরে বাংলাদেশের বেশ কিছু চেনা মুখ । চঞ্চলের গান মুগ্ধ হয়ে শুনলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
ইতিমধ্যে চঞ্চলের গলায় ভূপেন হাজারিকার বিখ্যাত গান ''চোখ ছলছল করে' ভাইরাল । রবিবার বাংলাদেশে আগামী নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নাম ঘোষণা ছিল । সেই অনুষ্ঠানেই গান গাইলেন চঞ্চল । অভিনেতার গলায় এই গান শুনে আপ্লুত শেখ হাসিনাও ।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল বেশ কয়েকজন বাংলাদেশিকে । মজা-মশকরা করতে ছাড়ছেন না অনেকে । সেই প্রসঙ্গেই মুখ খুলে বিতর্কে জড়ান বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী । নিজের দেশের নাগরিকদের কাছেই আক্রমণের মুখে পড়েন চঞ্চল।