ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মায়েস্ট্রো পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁকে নিয়ে একটি সিরিজ বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়, সিরিজের নাম পদাতিক, এ খবর আগেই জানা গিয়েছিল। মৃণাল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সামনে এল নতুন চমক। কিংবদন্তী পরিচালকের চরিত্রে দেখা যাবে প্রায় কিংবদন্তি হতে চলা এক অভিনেতাকে। সপ্তাহ খানেক আগেই সব চূড়ান্ত হয়েছে।
জানুয়ারির মাঝামাঝি শুরু হবে শুটিং। তবে সিরিজ নয়, মৃণাল সেনকে নিয়ে শেষ পর্যন্ত ছবিই বানাচ্ছেন ২২ শে শ্রাবণের পরিচালক।
সম্প্রতি হাওয়া এবং কারাগার সহ চঞ্চল চৌধুরির একাধিক কাজ এই বাংলায় বিপুল সাড়া ফেলেছে, ক্রমশ বাড়ছে অভিনেতার জনপ্রিয়তা।