চন্দ্রবিন্দুর উপলের কণ্ঠে ‘ভিনদেশী তারা’ , কিংবা ‘মন’ এর ভক্ত আট থেকে আশি। গত কয়েক দশক ধরেই তাঁর গানে বুঁদ বাংলা ব্যান্ডপ্রেমীরা। গানের পাশাপাশি তাঁর হাতের আঁকার ভক্তও অনেকেই। এবার নতুন জার্নি শুরু করতে চলেছেন চন্দ্রবিন্দু’র গায়ক উপল সেনগুপ্ত। প্রথমবার ছবির প্রযোজনার কাজে হাত দিতে চলেছেন গায়ক। শীঘ্রই মুক্তি পেতে চলেছে উপলের প্রযোজিত অ্যানিমেটেড স্বল্প দৈঘ্যের ছবি মিরাজ।
অতিরিক্ত স্মার্ট ফোনের ব্যবহার মানুষের জীবনে কোন বিপদ ডেকে আনছে, এর জেরে কী কী ক্ষয়ক্ষতি হতে পারে তাই দেখানো হবে ছবিতে। শুধু প্রযোজক নন, ছবির গল্পও লিখেছেন উপল।
উপল জানান তাঁর তিন স্বপ্নের কথা, গায়কের কথায় ‘ছোটবেলা থেকে তিনটি স্বপ্ন ছিল আমার। মঞ্চে অভিনয় করা, একটি কমিক স্ট্রিপ তৈরি করা এবং একটি অ্যানিমেশন ছবি তৈরি করা। আমি কয়েক বছর ধরে মঞ্চে অনুষ্ঠান করছি। পুচকি এবং কুকির সঙ্গে আমার কমিক স্ট্রিপের স্বপ্নপূরণ হয়েছে। এবার অ্যানিমেশন ছবি।’