ধারাবাহিক মানেই নতুন নতুন টুইস্ট । গল্পে কখনও নায়ক-নায়িকার বিচ্ছেদ হচ্ছে, কখনও আবার দু-তিনবার করে বিয়ে, কখনও আবার নিত্যনতুন ভিলেনের এন্ট্রিতে ঝড় উঠছে নায়ক-নায়িকার জীবনে । এই যেমন নিম ফুলের মধু ধারাবাহিকের গল্পে আসতে চলেছে নয়া মোড় । ২০ বছর এগিয়ে যাচ্ছে গল্প । ইতিমধ্যেই ধারাবাহিকের নয়া প্রোমো প্রকাশ্যে এসেছে । সেখানেই দেখা গেল, দত্ত বাড়ির অন্দরে বদলে গিয়েছে অনেক কিছু । নতুন চরিত্রেরও এন্ট্রি হচ্ছে । কী ঘটতে চলেছে সিরিয়ালে, চলুন জেনে নেওয়া যাক ।
ধারাবাহিকের প্রোমোতে দেখা গেল ২০ বছর পেরিয়ে গিয়েছে । এই কয়েক বছরে কী কী বদলে গিয়েছে দত্ত বাড়িতে, তার বিবরণ দিচ্ছে পর্ণার মেয়ে পুঁটি । সেও বড় হয়ে গিয়েছে । পর্ণার মতো পুঁটিও একজন সাংবাদিক । এদিকে, দত্ত বাড়ির ঠাম্মি সেঞ্চুরির দোড়গোড়ায় । জেঠু নে, কিন্তু জেঠুর স্বভার রয়ে গিয়েছে তার ছেলে অয়নের মধ্যে । বয়স বেড়েছে বাবু মায়ের । তবে তাঁর সময় কাটছে এখন বাবুর বাবুকে । অর্থাৎ পর্ণা-সৃজনের ছেলে । কিন্তু ভাল নেই পর্ণা । প্রোমোতে দেখা যাচ্ছে, হারিয়ে গিয়েছে সৃজন । তারপর থেকে পর্ণার জীবন থেকেও যেন সব আলো হারিয়ে গিয়েছে । সাংবাদিকতাও ছেড়েছে পর্ণা । কিন্তু, এক গুন্ডার দলকে ধরার জন্য পর্ণাকে সাহায্য করতে বলে পুলিশ । এরপরেই প্রোমোতে দেখা যায়, সৃজনকে । একেবারে অন্য অবতারে । সে আর পর্ণার সৃজন বা বাবু নেই, সে গুন্ডা দলের সর্দার । একইসঙ্গে ধারাবাহিকে এন্ট্রি হচ্ছে আয়েন্দ্রি রায়ের । তাঁর চরিত্রের নাম ‘মোহিনী’। বর্তমানে আয়েন্দ্রিকে দেখা যাচ্ছে ফুলকি-তে ঈশিতার ভূমিকায় ।
পুঁটির ভূমিকায় দেখা যাবে সোমু সরকারকে । গোধূলি আলাপ, আলোর কোলে-র পর নিম ফুলের মধুতে দেখা যাবে সোমুকে । কিন্তু, বাবুর বাবু হিসেবে কাকে দেখা যাবে ? প্রোমোতে, মুখ স্পষ্টভাবে দেখা যায়নি ঠিকই , তবে জানা গিয়েছে বাবুর বাবু হচ্ছেন রাজদীপ গোস্বামী । ইতিমধ্যেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে । কে এই রাজদীপ গোস্বামী ? একেবারে কি নতুন মুখ ? ছোটপর্দায় নতুন মুখ বটে, তবে এর আগে বিভিন্ন সিরিজে দেখা গিয়েছে তাঁকে । রাজদীপ নষ্টনীর, সম্পূর্ণা ২-তে অভিনয় করেছেন । অভিনয়ের পাশাপাশি ভাল গানও গান রাজদীপ । তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল এমনটাই বলছে ।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছ, বাড়ি হারিয়েছে পর্ণারা। ইশার ষড়যন্ত্রে দত্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে তাঁদের । কিন্তু, পর্ণাল চ্যালেঞ্চ, যে করে হোক, দত্ত বাড়ি সে ফেরৎ নেবেই ।
জানা গিয়েছে,ছলে-বলে-কৌশলে পর্ণা সুখবিলাসের থেকে বাড়ি ছিনিয়ে নেবে । সবাইকে নিয়ে আবারও দত্ত বাড়িতে ফিরবে পর্ণা । কিন্তু, বিপদ পর্ণার পিছু ছাড়ে না । স্মৃতি হারিয়ে ফেলে সৃজন এবং নিখোঁজ হয়ে যায় । এরপর ২০ বছর এগিয়ে যাবে গল্প । সেখানেই দেখা যাবে পুঁটি একজন সাংবাদিক । একটি বিশেষ অপারেশনে গিয়েছে সে । সেখানেই পুঁটি বিপদে পড়ে । কিন্তু, পর্ণা তার মেয়েকে বাঁচিয়ে দেয় । এদিকে সৃজন মাফিয়াদের সর্দার । এরপর কোন দিকে এগোবে সিরিয়ালের গল্প ? ২০ বছর পর কি আবারও এক হবেন পর্ণা ও সৃজন ? ৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার একঘণ্টার মহাপর্ব রয়েছে ধারাবাহিকের । বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত সম্প্রচারিত হবে স্পেশ্যাল এপিসোড ।