কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের অনাবৃত ছবি। একটি বিশেষ ম্যাগাজিনের ফটোশুট করেছিলেন তিনি। এবার ওই ফটোশুটকে কেন্দ্র করে দায়ের করা অভিযোগের ভিত্তিতে রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ।
চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ।
সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিল মুম্বই পুলিশ।
উল্লেখ্য, গত জুলাই মাসে করা এই অভিযোগটির সঙ্গে আরও একটি অভিযোগও জমা পড়ে রণবীরের বিরুদ্ধে। তা করা হয়েছিল একটি এনজিও-র তরফ থেকে। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল মুম্বই পুলিশ।
সেই মামলাতেই রণবীরের বাড়িতে নোটিস পাঠিয়েছে পুলিশ। যদিও, নোটিস পাঠানোর সময় অভিনেতা তাঁর বাড়িতে ছিলেন না।