প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri passed away) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ৬৯ বছর বয়সে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় প্রয়াত হন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী। সমস্ত ভারতীয় সঙ্গীতপ্রেমী যাঁকে একডাকে চিনত 'ডিস্কো কিং' ('Disco King') নামে।
আরও পড়ুন: আই অ্য়াম আ ডিসকো ডান্সার - 'চিরঘুমে 'ডিসকো কিং'
বাপ্পি লাহিড়ির মৃত্যু (Bappi Lahiri passed away) সংবাদে টুইট করে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee tweeted on Bappi Lahiri demise) লেখেন, 'বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে যেভাবে প্রতিভা ও অধ্যাবসায়ের ফলে সাফল্যের পর সাফল্য পেয়ে সঙ্গীতে অনবদ্য রেখে ভারত-জোড়া খ্যাতি লাভ করল, তা চিরস্মরণীয়। আমরা তাঁকে 'বঙ্গবিভূষণ' সম্মান দিয়েছিলাম। এই প্রতিভাবান সুরকার চিরকাল আমাদের মনে থেকে যাবেন। আমার আন্তরিক শ্রদ্ধা রইল'।