বৃহস্পতিবার সকাল থেকে তিলোত্তমার রাস্তায় শুটিং-এ ব্যস্ত দক্ষিণী ছবির সুপারস্টার চিরঞ্জীবী! সকাল সকাল তাঁকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে 'ভোলা শঙ্কর' সিনেমার শুটিং করতে দেখা গিয়েছে। ১০ মে পর্যন্ত শহরের নানা প্রান্তে চলবে শুটিং।
শহরের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন চিরঞ্জীবী। শুটিং হবে ধর্মতলা, ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ শহরের আনাচে কানাচে দিনভর চলছে শুট। কালীঘাটের মন্দিরেও যেতে পারেন চিরঞ্জীবী।
Ajay Banga: প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা
কয়েকদিন আগেই নেট দুনিয়ায় ঝড় তুলেছিল এই ছবির পোস্টার। সেখানে কলকাতার হলুদ ট্যাক্সিতে নীল ইউনিফর্মে বসে থাকা দক্ষিণী তারকা চিরঞ্জীবীকে দেখে উচ্ছসিত হয়েছিলেন ভক্তরা।