'সেদিন চৈত্র মাস'-এর সেই জুটি আবার ফিরছে পর্দায়, বহুদিন পর। চিরঞ্জিৎ এবং ইন্দ্রাণী।
কলকাতা থেকে দূরের এক রিসর্ট ‘লুপ’। রিসর্টটির দায়িত্বে এক বয়স্ক দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস গোম্স। সেখানেই এক দিন কয়েকটি অতিথি দলের আলাপ হয়। তারপর গল্প এগোয়।
অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় পরিচালিত থ্রিলারের নাম 'দ্য লুপ'। । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ- ইন্দ্রাণী। এ ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, বরুণ চন্দরা।
সম্প্রতি, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'পর্ণ শবরীর অভিশাপ' সিরিজে দেখা গিয়েছে চিরঞ্জিৎ-কে। আর দিন কয়েক এর মধ্যেই শুরু দ্য লুপ -এর শুটিং।