প্রকাশ্যে এল রণবীর সিং অভিনীত রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ সিনেমার টিজার (Cirkus film Teaser)। ছবিতে রণবীরের ডবল রোল। বরুণ শর্মারও। তাতেই দর্শকদের অনেকেই মিল পাচ্ছেন উত্তমকুমার ও ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ভ্রান্তি বিলাসের।
১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ রণবীরের সিনেমাটিকে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়।
Gaurav-Ridhima Wedding Anniversary: একযুগের রূপকথা...বিলেতে বিয়ের দিন কাটছে গৌরব-ঋদ্ধিমার
ছয়ের দশকের গল্প বলবে সার্কাস। ছবিতে নায়িকা দুজন, ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও পূজা হেগড়ে (Pooja Hegde)। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও দীপিকা পাড়ুকোন।