এক সপ্তাহ ধরে চলা উৎসবের সমাপ্তি হয়ে গেল আজ । মঙ্গলবারই ছিল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন । সিনেমা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যেমন তারকাদের মেলায় জমে উঠেছিল, তেমনই উৎসবের সমাপ্তিও হল নাচে-গানে । ক্লোজিং সেরেমনিতে ছিল তারকাদের হাট । প্রধান অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি । সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গেল নুসরত, দেবলীনা কুমার, কৌশানী মুখোপাধ্যায়দের । একইসঙ্গে এদিন পুরষ্কার বিতরণও করা হ কোন বিভাগে কোন ছবি পুরষ্কৃত হল, দেখে নেওয়া যাক একনজরে
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরষ্কার
সেরা তথ্যচিত্র (ভারতীয় ছবি) : চ্যালেঞ্জ
সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি : লাস্ট রিহার্সাল
সেরা এশিয়ান ফিল্ম : ব্রোকেন ড্রিমস
বেঙ্গলি প্যানোরামা (স্পেশ্যাল জুড়ি) : অসম্পূর্ণ
বেঙ্গলি প্যানোরামা (সেরা ছবি) : মন পতঙ্গ
হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার
ভারতীয় ভাষায় সেরা ছবি (জুড়ি) : জোশেপস সন
সেরা পরিচালক : সনেট অ্যান্টনি ব্যারেটো
সেরা ছবি : ঘোড়াই পাখরি
আন্তর্জাতিক প্রতিযোগিতা
স্পেশ্যাল জুড়ি : চালচিত্র এখন, অঞ্জন দত্ত
সেরা পরিচালক : কার্লোস ড্যানিয়েল মালাভে
সেরা ছবি (ইনোভেশন ইন মুভিং ইমেজ) : চিলড্রেন অফ নোবডি