বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar) শারীরিক অবস্থা সংকটজনক।নবতিপর পরিচালককে দেখতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তরুণ মজুমদারের রাজনৈতিক ধ্যান ধারণা বরাবরই বামপন্থী ঘেঁষা। সেই জায়গায় দাঁড়িয়ে অসুস্থ পরিচালককে হাসপাতালে দেখতে যাওয়ায় মুখ্যমন্ত্রীর সৌজন্যবোধের তারিফ করছেন রাজনৈতিক মহলের একাংশ।
SSKM হাসপাতালে আইসিইউ-তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তবে তিনি সাড়া দিচ্ছেন। অল্প কথাও বলছেন। যকৃতের সমস্যা নিয়ে গত দু;দিন ধরে হাসপাতালে ভর্তি ৯২ বছরের পরিচালক।
তাঁর চিকিৎসায় ৫ জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। তাঁর অক্সিজেনের চাহিদা কালকের থেকে কিছুটা কমেছে। রক্তচাপও অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, আচ্ছন্নভাব অনেকটাই বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের।
Parambrata Chatterjee: লন্ডনে ছবির প্রিমিয়ার, অভিনেতা-প্রযোজক পরমব্রত আহ্লাদে আটখানা
রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। শরীরে অক্সিজেন সরবরাহে যাতে কোনও সমস্যা না হয় গলায় নল পরানো হয়েছে।
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক তিনি। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’-র মত জনপ্রিয় ছবির কারিগর তিনিই।