বাংলাদেশের সিনেমা 'হাওয়া' মাতিয়ে দিয়েছে এই বাংলার দর্শকদেরও। অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ সকলেই৷ কিন্তু ওই ছবির নির্মাতাদপর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক গীতিকারের গান তাঁকে স্বীকৃতি না দিয়েই ব্যবহার করার অভিযোগ উঠল।
'হাওয়া' ছবির গানগুলি বিপুল জনপ্রিয় হয়েছে। 'সাদা সাদা কালা কালা' গানটির পাশাপাশি দর্শক ও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে 'আটটা বাজে, দেরি করিস না' গানটি। এই গানটিকে সিনেমায় 'প্রচলিত গান' হিসাবে বলা হয়েছে। কিন্তু আদতে এই গানটির স্রষ্টা বীরভূমের বাসিন্দা মনিরুদ্দিন আহমেদ। তাঁকে স্বীকৃতি দেননি নির্মাতারা।
Indranil-Barkha Divorce: ঈশার জন্যই কি আলাদা হওয়া? ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠালেন বরখা
ভারতীয় গণনাট্য সংঘের সদস্য বিশ্বজিৎ দাসেট অভিযোগ, অধুনা জনপ্রিয় 'আটটা বাজে, দেরি করিস না’ গানটির গীতিকার ও সুরকার মনিরুদ্দিন আহমেদ। মনিরুদ্দিনের লেখা অসংখ্য গান গেয়েছেন স্বপ্না চক্রবর্তী, আমিনুর রসিদ, কার্তিক দাস বাউল, বাসুদেব দাস বাউলের মতো শিল্পীরা। মনিরুদ্দিন বীরভূম জেলা পঞ্চায়েত অফিসের কর্মী ছিলেন এক সময়। এখন থাকেন সিউড়ির লালকুঠি পাড়ায়। বয়স প্রায় ৮১। 'হাওয়া' ছবির নির্মাতারা তাঁকে স্বীকৃতি না দেওয়ার তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। গণনাট্য সংঘের ওই নেতার অবশ্য আশা, বিষয়টি জানতে পারলে নির্মাতারা অবশ্যই গীতিকারকে উপযুক্ত সম্মান জানাবেন।