ভারতের মতো দেশে ভাষা, সংস্কৃতি, জাত-ধর্মের সব বিভেদ ঘুচে যায় একটা নামে। শাহরুখ খান। আজ কিং খানের ছবি মুক্তির দিন। ক্যালেন্ডারে লাল দাগ না থাকলেও কিং খানের ভক্তদের মনে লাল কালিতে লেখা একটা দিন। সারা দেশজুড়ে ডাঙ্কি-র মুক্তি ঘিরে উন্মাদনা।
বলিউড বাদশার এ বছরের তৃতীয় ছবি মুক্তির সকালটা কেমন? শীতের সকাল, কুয়াশার চাদরে মোড়া জুবুথুবু একটা সকালের চেহারা খোলনোলচে বদলে ফেলেছেন কিং খান। কলকাতায় শাহরুখের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের আগে পোস্টারে পোস্টারে কিং খানের গলায় গাঁদার মালা। শাহরুখের নামে জয়ধ্বনিতে ঘুম ভাঙল আট থেকে আশির। প্রদীপ জ্বেলে, ধূপ জ্বালিয়ে, গঙ্গাজল ছিটিয়ে ছবির সাফল্যের প্রার্থনা চলল গোটা সকাল।
বৃহস্পতিবার ভোর রাত থেকেই সারা দেশজুড়ে বাড়ছিল উন্মাদনা। সেই সব ভিডিয়ো রিটুইট করে স্বয়ং বাদশা নিজেই লিখলেন, 'আশা রাখি, আপনাদের বিনোদনের রসদ দিতে পেরেছি'।