আরও সংকটজনক সঙ্গীতশিল্পী রশিদ খানের শারীরিক অবস্থা। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে ICU-তে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বছরের শেষে চিকিৎসকরা জানিয়েছিলেন, রশিদ চিকিৎসায় সাড়া দিচ্ছেন। রাইলস টিউবে তাঁকে খাওয়ানো হচ্ছিল। কিন্তু, মঙ্গলবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
'12th fail' IMDb Rating: ভারতীয় দর্শকদের হৃদয় জিতে নিয়েছে 'টুয়েলফথ ফেল, IMDb Rating পেল ৯.২
গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন ৫৫ বছরের শিল্পী । তার উপর, সম্প্রতি, স্ট্রোক হয় তাঁর । তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে রশিদ খানের । মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ‘‘শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’