সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্যা কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের(TMC) সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা(Yashwant Sinha) । শুক্রবার একটি টুইট করেন তিনি। সেই টুইটে তিনি লেখেন, 'যাঁরা এই সিনেমাটির সমালোচনা করবেন, তাঁদের দু'বছরের জেল(Jail) হওয়া উচিত।' তাঁর এই বিতর্কিত মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এর পাশাপাশি প্রত্যেক ভারতবাসী যাতে এই ছবিটি দেখে, তার জন্য আইন প্রণয়নের দাবি জানান তিনি। শুধু তাই নয়, গোটা দেশে এই ছবিটিকে 'ট্যাক্স ফ্রি'(Tax free) করার দাবিও করেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে 'দ্যা কাশ্মীর ফাইলস' ছবিটি। নব্বইয়ের দশকের শুরুর দিকে জম্মু কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের(Kashmiri Pandits) যেভাবে ভিটেমাটি থেকে উৎখাত করা হয়েছিল, এই সমস্ত দৃশ্য সিনেমায় ফুটিয়ে তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) স্বয়ং এই ছবিটির প্রশংসা করেন। কিন্তু আইএমডিবি(IMDB Rating) ছবিটির রেটিং ৯.৯ থেকে কমিয়ে করে ৮.৩। তা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি।
আরও পড়ুন- Vivek Agnihotri: পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র
অন্যদিকে ছবিটি মুক্তির দিনই এক মহিলা একটি টুইট করেন। সেখানে তিনি নিজেকে কাশ্মীরি পন্ডিত বলে উল্লেখ করলেও প্রতিবাদস্বরূপ তিনি জানান, 'আমি একজন ভারতীয়(Indian)। কাশ্মীরি পন্ডিতও বটে। তাও 'দ্যা কাশ্মীর ফাইলস' ছবিটি দেখব না। ঘৃণা(Hatred) ছড়ানোর জন্য আমাদের কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাসকে ব্যবহার করা বন্ধ করুন।'