২০০৯ সালে সঞ্চালনায় হাতেখড়ি হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বলার অপেক্ষা রাখে না, শোয়ের নাম ‘দাদাগিরি’ । নয় নয় করে ১০ টি সিজন পেরোল এই শো। এবার শেষের পালা। রবিবার ‘দাদাগিরি সিজন ১০’ এর গ্র্যান্ড ফিনালে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জি বাংলায় সম্প্রচারিত হবে দাদাগিরির ফিনালে।
ফিনালেতে চমকের শেষ নেই। মহারাজার শোয়ে এবার উপস্থিত থাকবেন ‘মহারানী’ ও। প্রথিতযশা ওডিসি নৃত্যশিল্পী তথা সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্স থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।
দশম সিজনের ফাইনাল রাউন্ডে মুখোমুখি লড়াইয় ছয় জেলা। দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান,বীরভূম রয়েছে তালিকায়। এদিকে দাদাগিরি শেষ হলেই ওই স্লটে শুরু হবে সারেগামাপা লেজেন্ডস। সঞ্চালক অনির্বাণ ভট্টাচার্য।