জি বাংলার জনপ্রিয় শো দাদাগিরি-র দৌলতে সপ্তাহান্তে বাঙালির ড্রয়িং রুমের নিত্যসঙ্গী মহারাজ। কিন্তু সুখের সেই দিন কি শেষের পথে? সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজেই একটি ছবি শেয়ার করেছেন দাদাগিরির(Dadagiri) সেট থেকে। সেখান থেকেই খবরটা পেয়ে মুখ কালো দাদা ভক্তদের। দাদাগিরির নবম সিজন শেষ হতে চলেছে।
শো-এর পরিচালক জানিয়েছেন, মে মাস পর্যন্ত ছবির শুটিং চলবে, জুন পর্যন্ত টেলিকাস্ট হবে শেষ কয়েকটি এপিসোড। চলতি সিজনে প্রাক্তন অধিনায়ক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল শুটিং। সুস্থ হয়ে ফের সুটিং- এ যোগ দেন সৌরভ।
Harnaaz Sandhu: শরীরে মেদ জমছে! ট্রোল্ড মিস ইউনিভার্স, কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হরনাজ সান্ধু?
কখনও চেনা সেলিব্রিটিদের নানা প্রশ্নবানে জর্জরিত করে, কখনও আবার প্রতিদ্বন্দীদের সঙ্গে আড্ডায় মেতে আসর জমিয়ে পরপর ছক্কা হেঁকেছেন সঞ্চালক সৌরভ।