প্রয়াত পর্দার ‘ববিতা ফোগাট’, আমির খানের ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুহানি বাটনগর। শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয় ১৯ বছরের সুহানি ।
Rakul-Jackky Wedding: সামনেই বিয়ে, জোরকদমে চলছে প্রস্তুতি, তার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে রকুল-জ্যাকি
জানা গিয়েছে, দুর্ঘটনার কারণে পা ভেঙেছিল অভিনেত্রীর। অভিযোগ ,সেখানেই ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তাঁর পায়ে জমতে শুরু করেছিল ফ্লুইড। দিল্লির এইমসে চিকিৎসারত ছিলেন অভিনেত্রী। সুহানির অকাল প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার ফরিদাবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।