চৈত্র পড়তে আর বাকি নেই বেশি। ছোটদের স্কুলে গরমের ছুটি পড়ল বলে। এই সময়ের লম্বা ছুটিতে বাঙালির গন্তব্যের তালিকায় একেবারে প্রথম দিকে থাকে দার্জিলিং (Darjeeling)। সেই
বাংলা বিনোদনেরও এখন হটস্পট দার্জিলিং। বিশেষ করে সাসপেন্স থ্রিলার বা গোয়েন্দা গল্প হলে দার্জিলিং এর বিকল্প নেই। কুইন অফ দ্য হিলস (Queen of the Hills) বলে কথা। গত বছর হইচই তে মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ মার্ডার ইন দ্য হিলস। অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলা ওয়েব সিরিজ। দার্জিলিং নিয়ে পরিচালকের ফ্যাসিনেশন বরাবরের। রহস্য সিরিজে সেই ফ্যাসিনেশনকেই আরও একবার কাজে লাগিয়েছেন অঞ্জন দত্ত (Anjan Dutta)।
অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বোস, সন্দিপ্তা সেন, রজত মুখোপাধ্যায়, মমতা শঙ্কর অভিনীত ওয়েব সিরিজে রহস্য দানা বেঁধেছে পাহাড়ের বাঁকে বাঁকে।
বাংলার নতুন বছরে মুক্তি পাচ্ছে একেন বাবুর (Eken Babu) সিনেমা। বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। প্রবাদ প্রবচন গুলিয়ে এটা ওর ঘাড়ে ফেলছেন হরদম, লাজুক স্বভাব। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে। সাত সিজনের ওয়েব সিরিজের পর এবার বড় পর্দাতেও একেন ছবি মুক্তি ১৪ এপ্রিল, এবং এবার তিনি দার্জিলিং এ।
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) হাত ধরে বাংলায় ফের ওয়েব সিরিজে ফেলুদা। সত্যজিতের ফেলুদা (Feluda) সিরিজের একেবারে প্রথম দিককার গল্প দার্জিলিং জমজমাট-এর শুটিং শেষ। শুটিং এর মুহূর্তের একগুচ্ছ ছবি পরিচালক নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দার্জিলিং এর চেনা রাস্তায় এই বসন্তে ছুটি কাটাতে গিয়ে অনেকেরই একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শন আর ফেলু দর্শন হয়ে গিয়েছে। গ্লেনারিজের সামনে শুটিং ও করতে দেখা গিয়েছে টোটাকে।
সব মিলিয়ে দার্জিলিং ছাড়া রহস্যে ঠিক মন মজে না বাঙালির। তাই এই গ্রীষ্মে যারা সশরীরে পাহাড়ে যেতে পারবেন না, তাঁদের জন্য রইল রোল...ক্যামেরা...অ্যাকশন!