সৌরভ-দর্শনার বিয়ে, বৌভাত...সব মিটেছে । নতুন জীবনের সেই বিশেষ মুহূর্তগুলিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নবদম্পতি । ইতিমধ্যেই শ্বশুরবাড়িতে দু'টো রাত কাটিয়ে ফেলেছেন দর্শনা । কেমন লাগছে তাঁর নতুন জীবন ?
নিজের বাড়ি ছেড়ে, বাবা-মাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার কষ্ট কতটা, তা একটা মেয়ে জানে । দর্শনারও একই অনুভূতি । তবে, নতুন জীবন শুরুর আনন্দও কম হচ্ছে না । শ্বশুরবাড়ি কেমন লাগছে নববধূর ? আনন্দবাজার অনলাইনকে দর্শনা জানিয়েছেন, নিজের বাড়ি ছেড়ে যে শ্বশুরবাড়িতে এসেছেন, এখনও সেটা বুঝতে পারছেন না । নানা ধরনের আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়েই কেটে গিয়েছে ক’টা দিন । তবে, দর্শনা জানিয়েছেন, এবার ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে শ্বশুরবাড়িতে এসেছেন । তবে, এত আচার-অনুষ্ঠান, লোকজন, বেশ মজা হচ্ছে বলে জানিয়েছেন দর্শনা ।