সিঙ্গল থাকা পুরুষের সংখ্যা কি বাড়ছে? সাম্প্রতিক একটি সমীক্ষা কিন্তু তেমনটাই জানাচ্ছে।
পিউ রিচার্স সেন্টারের সমীক্ষা অনুযায়ী, তিরিশের নিচে থাকা ৬৩ শতাংশ পুরুষ সিঙ্গল। ২০১৯ সালে এই পরিমাণ ছিল ৫১ শতাংশ।
আরেকটি সমীক্ষা বলছে, কোভিড পরবর্তী সময়ে পুরুষরা কোনও সম্ভাব্য জীবনসঙ্গীনীর পরিবর্তে নিজের সঙ্গেই সন্ধে কাটাতে বেশি পছন্দ করছেন।
Menopausal women: মেনোপজের পর মহিলাদের শরীরে হাড়ের সবথেকে বেশি ক্ষতি করে বায়ুদূষণ, জানাচ্ছে গবেষণা
আমেরিকান পার্সপেক্টিভ সার্ভে বলছে, ১৯৯০ সালে ৫৫ শতাংশ পুরুষের ৬ জন ঘনিষ্ঠ বন্ধু ছিল। কিন্তু ২০২১ সালে এমন পুরুষের সখখ্যা কমে এসেছে ২৭ শতাংশে। সমীক্ষার তথ্য অনুযায়ী, ১৫ শতাংশ পুরুষ জানিয়েছেন, তাঁদের কোনও ঘনিষ্ঠ বন্ধুই নেই।