দুরন্ত, ছটফটে রণ ভালবাসে শান্ত, মিষ্টি মিতুলকে। কিন্তু ভালবাসা পরিণতি পায় না, কেন? সেই উত্তরই দেবে আড্ডা টাইমস-এর নতুন সিরিজ 'প্রেমে পড়া বারণ'।
সিরিজে মিতুলের চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। আর রণ হল এক্স =প্রেম খ্যাত অনিন্দ্য সেনগুপ্ত। কলকাতারই নানা প্রান্তে হয় ছবির শুটিং।
Sandeshkhali Row: শাজাহান কেন গ্রেফতার হলেন না? রাজ্যের কাছে তিনটি প্রশ্ন ক্ষুব্ধ রাজ্যপালের
সিরিজে টুইস্ট রয়েছে, আর ৫ টা চেনা কারণ, যে সবের জন্য প্রেমে ছাড়াছাড়ি হয়, এখানে তেমন নয়, তবে কী? জানতে হলে দেখতে হবে খুব শিগগির মুক্তি পেতে চলা সেই সিরিজ।