বাংলা থিয়েটারের মঞ্চে এবার বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান (Mujibur Rahman)। বরানগর ভূমিসুত থিয়েটারের নতুন প্রযোজনার নাম 'জয় বাংলা'। তাতে শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh)। ফেসবুকে পোস্ট করে নিজেই এ-কথা জানিয়েছেন অভিনেতা।
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ১৯২০ সালের ১৭ মার্চ তাঁর জন্ম। ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিব জন্মশতবর্ষ উদযাপন করে। চলতি বছরটি বাংলাদেশের জন্মের ৫০ বছর। সেই বছরেই কলকাতার মঞ্চে আসতে চলেছে নাটক 'জয় বাংলা'।
Bengali Tele Serial TRP: টেলিভিশনের সাপলুডো জারি এ সপ্তাহেও, জনপ্রিয়তার শীর্ষে কোন ধারাবাহিক?
আগেই প্রকাশ্যে এসেছে বঙ্গবন্ধুকে (Mujibur Rahman) নিয়ে শ্যাম বেনেগালের নির্মিত 'মুজিবঃ দ্য মেকিং অফ আ নেশন' ছবির অফিসিয়াল ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর পুরো জীবনের এক ঝলক। ট্রেলারটি ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখানো হল।বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্যস্বরূপ আরো- একটি ছবি বানাচ্ছেন গৌতম ঘোষ।