প্রথম সন্তানের বয়স মাত্র ৪ মাস, এরই মধ্যে প্রকাশ্যে এল দেবীনার (Debina Bonerjee) দ্বিতীয় বার মা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় নিজের মা হতে চলার খবর ভাগ করে নিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবীনা বন্দ্যোপাধ্যায়।
গত বছরের শেষে প্রথম সন্তানের আসার কথা জানিয়েছিলেন দেবীনা-গুরমীত (Gurmeet Chaudhary)। এপ্রিলে তাঁদের কোল আলো করে আসেন ফুটফুটে মেয়ে লিয়ানা। এবার আসছে দ্বিতীয় সন্তান।
বঙ্গ তনতা দেবীনা প্রথম প্রেগন্যান্সিতে ঘনঘন ছবি, রিল আপলোডও চলছিল।
Bipasha Basu: জল্পনাই সত্যি হল, সন্তান আসছে, জানিয়ে দিলেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার
অন্তঃসত্ত্বা হওয়ার পরেও নিয়মিত শরীরচর্চা করতেন দেবীনা। প্রেগন্যান্সির শেষ পর্যায়ে শীর্ষাসন (Headstand) করলেন ছবি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ।
একইদিনে মা হওয়ার খবরের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন আরেক বঙ্গ তনয়া বিপাশা বসু। নিজেদের অফিসিয়াল ম্যাটার্নিটি ফটোশুটের ছবি পোস্ট করেছেন বিপাশা-করণ সিং গ্রোভার।