বর্ষবরণের অনুষ্ঠানে স্ত্রী দেবিনা ব্যানার্জীকে বাঁচাতে গিয়ে আহত হলেন অভিনেতা গুরমিত চৌধুরী(Gurmeet Choudhury injured)। রবিবার বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে যান দেবিনা। সঙ্গে ছিলেন স্বামী গুরমিত চৌধুরী। মঞ্চে দেবিনাকে(Debina Bonnerjee mobbed) নাচতে দেখে ভিড় জমতে থাকে অনুরাগীদের। জনপ্রিয় তারকা দম্পতিকে নিয়ে নিজস্বী তোলার মাঝেই শুরু হয় বিশৃঙ্খলা। এই ভিড়ের মাঝে আটকে পড়েন দেবিনা। সেই ভিড় থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হন গুরমিত(Debina-Gurmeet injured)। উত্তেজিত জনতার ভিড়ে আটকে পড়া দেবিনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এই টেলি তারকা। শুরু হয় ধস্তাধস্তি, টানাপোড়েন। তাতেই অভিনেতার হাতে-পায়ে আঁচড় লেগে রক্তক্ষরণ শুরু হয়। গোটা ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি দেখে নেটাগরিকদের(Netizen on Debina-Gurmeet) মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কেউ কেউ তাঁর এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেন, কেউ বা তাঁর প্রতি কটাক্ষ ছুড়ে দেন। সেখানেই কেউ কেউ তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শও দেন। তবে জানা গিয়েছে, এখন কিছুটা ভাল আছেন এই তারকা দম্পতি(Debina Bonnerjee-Gurmeet Choudhury)।
আরও পড়ুন- Delhi News : বর্ষবরণের রাতে তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, পথেই মৃত্যু, ভয়াবহ ঘটনা দিল্লিতে