হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অফ এবং অনস্ক্রিন জুটি, দেবীনা বন্দ্যোপাধ্যায়, গুরমীত চৌধুরী। বড় মেয়ে লিয়ানার জন্মদিন- উদযাপন করতে মুম্বই ছেড়ে কলকাতায় এলেন কেন সেলেব কাপল?
দেবীনা আসলে শোভাবাজারের মেয়ে, কলকাতার অলিতে গলিতে কেটেছে শৈশব। লিয়ানার জন্মের সময়েই তাই দেবীনা ঠিক করে ফেলেছিলেন মেয়ের প্রথম জন্মদিনটা কাটবে তাঁর শৈশবের শহরে।
বড় মেয়ের এক বছরের জন্মদিন, আর ছোট্মেয়ের অন্নপ্রাশন একই দিনে উদযাপন করেছে গোটা পরিবার। তিন তলা কেক কেটে ধূমধাম করেই হল সেলিব্রেশন।
২০১১ সালে বিয়ে করেন দেবীনা-গুরমীত। ২০২২-এ কোল আলো করে আসে প্রথম সন্তান, ৪ মাসের মাথায় আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দেবীনা। তারপর আসে ছোট মেয়ে দিভিষা।