দাম্পত্যে চিড় ধরেছে, প্রথম প্রথম সেই নিয়ে নানা কথা শোনা গিয়েছে, দুজন মুখও খুলেছেন একাধিকবার। এখন সব বিতর্ক থিতিয়েছে। নিজেদের জীবনে ভালোই আছেন টলিপাড়ার প্রাক্তন কাপল দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়। কিন্তু পুরনো অভ্যেস কি একটুও মনে পড়ছে না? এই যেমন দুজনেই চুটিয়ে ঘুরে বেড়াতেন সময় পেলেই। উৎসবের মরশুমে দুজনেই পাহাড়ে, দুজন অবশ্য দুজনের সঙ্গে নয়।
পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি দুজনেই দেদার শেয়ার করছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে মনে হয়, তথাগত গিয়েছে লাদাখের দিকে, একা নয়, তাঁর সঙ্গী বিবৃতি চট্টোপাধ্যায়। তথাগত-দেবলীনার দূরত্বের খবর প্রকাশ্যে আসার সময় থেকেই শোনা গিয়েছিল, আজকাল লিভিইন সম্পর্কে রয়েছেন বিবৃতি-তথাগত। সে নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই।
অন্যদিকে, দেবলীনার পোস্ট বলছে, সদ্য নেপাল ঘুরে এসেছেন অভিনেত্রী। সময় পেলেই পাহাড় ঘোরার নেশাটা তাহলে সেই একই আছে, দুজনের। তথাগত-দেবলীনার। শুধু বদলেছে সঙ্গ। অতীত বোধহয় সমুদ্রের মতো, একেবারে সবটুকু ভাসায় না, ফিরিয়ে দেয় অনেকটা।