দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় দেবলীনা দত্ত। একেবারে অন্য ধরণের চরিত্রে কামব্যাক হচ্ছে অভিনেত্রীর।
গ্ল্যামারের ছিটেফোঁটা নেই, এমনই এক চরিত্র, গ্রামের মেয়ের। বিবিবনি সেন। সাজগোজের কিচ্ছু বোঝে না বিবিবনি। চোখেমুখে সারল্য।
তবে একই সঙ্গে একই ধারাবাহিকে একেবারে ভিন্ন মেরুর চরিত্রেও দেখা যাবে দেবলীনাকে, বিদ্যা বসু। ঝাঁ চকচকে গাড়ি বাড়ি, পোশাক আশাক, নিজের সামাজিক অবস্থা সম্পর্কে সচেতন এক মহিলা। একই সঙ্গে দু রকম শেডের চরিত্রে অভিনয় করা দেবলীনার জন্যেও নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ।