এল সময় রাজার মতো, হল কাজের হিসাব সারা। চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক। রঙের উৎসবের উদযাপন করেছেন দিনভর, সোশ্যাল মিডিয়ায় উদযাপনের ছবি শেয়ার করেছেন, দিন ফুরোতেই শেষ হল এক বর্ণময় জীবন। জীবনের চিত্রনাট্য যে আসলে বদলে যেতে পারে যে কোনও মুহুর্তে, প্রমাণিত হল আরও একবার।
বুধবার রাতে গুরগাওতে এক পরিচিতকে দেখতে যাচ্ছিলেন ৬৭ বছরের অভিনেতা। পথে গাড়িতেই হার্ট অ্যাটাক। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হচ্ছে মুম্বইতে।
Satish Kaushik Died: বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
বৃহস্পতিবার ভোরে অভিনেতার দীর্ঘদিনের বন্ধু-সহকর্মী অনুপম খের টুইট করে অভিনেতা-পরিচালকের মৃত্যুর খবর জানান।