মা হয়েছেন আলিয়া ভাট। রবিবার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই সুখবর দিয়েছেন। তারপর থেকেই আলিয়ার পোস্টে শুভেচ্ছার বন্যা। বলিউডের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন সদ্য অভিভাবক হওয়া রণবীর-আলিয়াকে। কী বললেন রণবীরের প্রাক্তনরা?
একসময় বলিউডের সবচেয়ে বেশি চর্চিত জুটি ছিলেন রণবীর কাপুর-দীপিকা পাদুকোন। তারপর দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনার সঙ্গেও অফস্ক্রিন রসায়ন জমেছিল ভালই। কিন্তু সেসব আজ অতীত। দীর্ঘ বেশ কিছু বছরের সম্পর্কের পর চলতি বছরের এপ্রিলে চার হাত এক হয় রণবীর-আলিয়ার।
রণলিয়ার কোল আলো করে ফুটফুটে মেয়ে আসার খবরে কিন্তু খুশি সক্কলেই। আলিয়ার পোস্টে এসেছে প্রাক্তনদের শুভেচ্ছাও। দীপিকা এবং ক্যাটরিনা দুজনেই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে।