কান চলচ্চিত্র উৎসবের (Cannes film festival) উদ্বোধনে মধ্যমণি হয়ে ঝলমল করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে সন্ধ্যা-র সমস্ত স্পটলাইট কেড়ে নিলেন একাই।
কালো-সোনালির শাড়িতে মোহময়ী করে তুললেন কানের সন্ধ্যা। দীপিকার চোখের রেট্রো মেক-আপ ছিল নজরকাড়া। গোল্ডেন ব্যান্ড দিয়ে উঁচু করে বাধা চুল, কানে জমকালো দুল। সবমিলিয়ে দীপিকা পাডুকোনের কানের সাজ আরও ঝলমলে করে তুলেছে এই অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চকে।
১৭ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব (75th Cannes Film Festival)। ফিল্ম ফেস্টিভ্যাল জুরি ডিনারে লুই ভিতোঁর মাল্টি কালার্ড পোশাকে চোখ ধাঁধানো লুকে ধরা দেন বলি সুন্দরী।
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সপরিবারে মুম্বই ছাড়লেন ঐশ্বর্য রাই
২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত দেখা যায় দীপিকাকে। কানের রেড কার্পেটে এবছরও দশ দিনই হাঁটতে দেখা যাবে তাঁকে। ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই কান চলচ্চিত্র উৎসব।