৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের (75th Cannes Film Festival) জুরি সদস্য হয়ে ফ্রান্সে উড়ে গিয়েছেন দীপিকা পাদুকোন (Deepika Padukone), তারপর একের পর এক চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন বলিউড সুন্দরী। কিন্তু বিচারকের আসনে বসতেই বে ঝামেলায় পড়লেন দীপিকা। তাঁর মন্তব্য নিয়ে রীতিমতো ট্রোল করা হল তাঁকে।
জুরি হিসেবে দীপিকার (Deepika Padukone) কাছে প্রশ্ন ছিল, কীভাবে ছবির মান বিচার করবেন তিনি? উত্তরে খুব সপ্রতিভ ভাবেই শুরু করেছিলেন দীপিকা। কিন্তু বেশ কয়েক যায়গায় বেশ গোলমেলে লাগল তাঁর বক্তব্য। দীপিকা একসময় বলে বসলেন, তিনি সিনেমা বিচার করতে আসেননি, তাঁর সকলেই সৃজনশীল মানুষ, সিনেমা বিচার করার যোগ্যতা তাঁদের কারোরই নেই।
সব্যসাচীর শাড়িতে কানের মধ্যমণি দীপিকা পাড়ুকোন
এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই বেশ ট্রোল্ড হলেন অভিনেত্রী। কেউ বললেন এক মুখ হাসি ছাড়া আর কিছুই দিতে পারলেন না তিনি কান-কে। কেউ বললেন, কী বলছেন, নিজেই বুঝতে পারছেন না দীপিকা।