বিশ্বজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি। উৎসবে মজেছেন বলিউড তারকারাও। নিজেদের সোশ্যাল মিডিয়া অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একাধিক পোস্ট করেছেন বলিউড সেলিব্রেটিরা। ভাগ করে নিয়েছেন দীপাবলীর বিশেষ মুহূর্তের ছবিও।
ইনস্টাগ্রামে ঝলমলে কালো শিফন শাড়ি পড়ে আলোর সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে ভক্তদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে বেইজ রংয়ের অফসোল্ডার পোশাকে সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। ক্যাপশন একটি জ্বলন্ত প্রদীপের ইমোজি-সহ নিজের এই ছবি পোস্ট করেছেন তিনি।
দিওয়ালি সেলিব্রেশানের একাধিক ছবি পোস্ট করেছেন সোহা আলি খান। ভক্ত এবং অনুরাগীদের শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে তাঁর স্বামী কুনাল খেমু, ভাই সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সোহা।
দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। অসুস্থ থাকা সত্বেও টুইটারে খেজুর, বাদামের ছবি দেওয়া একটি ভিডিয়ো পোস্ট করে সকলকে খুশি এবং নিরাপদে থাকার বার্তা দিয়েছেন তিনি।
সাবিকি সাজে দিওয়ালিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী সোনম কাপুরও। অনুরাগীদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন নববিবাহিত আলি এবং রিচাও।