অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এই খবর প্রকাশ্যে আসতেই কয়েকদিন আগেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। এবার নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অভিনেত্রী স্বয়ং। তাঁদের জীবনে নতুন অতিথি আসার খবর এর আগেই জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নেটিজেনরা।
উল্লেখ্য, দীপিকাকে মুম্বইয়ের বিভিন্ন রোস্তারাঁ বা শপিং মলের বাইরে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছিল মুম্বইয়ের বিলাসবহুল শপিং মলের বাইরে। যা দেখে নেটিজেনদের দাবি ছিল, তিনি হয়তো তাঁর সন্তানের জন্য এখন থেকেই কেনাকাটা শুরু করেছেন।