কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) জুরি হিসেবে ভারতকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফ্রান্সে পৌঁছে গ্র্যান্ড ডিনারে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট ন'জন জুরি বা বিচারক রয়েছেন। যাঁর মধ্যে একজন দীপিকা।
১৭ মে, মঙ্গলবার থেকে শুরু কান চলচ্চিত্র উৎসব। গতকালই ফ্রান্সের রিভেরা শহরে উড়ে গিয়েছেন দীপিকা। হোটেল মার্টিনেজে ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল জুরি ডিনারে চোখ ধাঁধানো লুকে ধরা দেন বলি সুন্দরী। এ দিন লুই ভিতোঁর মাল্টি কালার্ড পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। পায়ে খয়েরি হাই বুট। মুখে নামমাত্র মেকআপ।
সম্প্রতি ফরাসী বিলাসবহুল সংস্থার হাউস অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।
দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।