৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ধরা দিল এক টুকরো রাজস্থান। জনপ্রিয় রাজস্থানী লোক সঙ্গীত ঘুমরের সঙ্গে নেচে উঠলেন দীপিকা পাড়ুকোন, তামান্না ভাটিয়া,ঊর্বশী রাউতেলারা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এই বছর এই ঐতিহ্যশালী ছবি উৎসবে বিশেষ সম্মান পেয়েছে ভারত। উৎসবের দ্বিতীয় দিন ইন্ডিয়ান প্যাভিলনের উদ্বোধনে ‘ঘুমর’ গানে নাচলেন বলি সুন্দরীরা। লাইভ গান গাইলেন রাজস্থানী লোকশিল্পী মামে খান। ঘুমরের সুর ভেসে বেড়ালো কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে।
পরনে- সবার পশ্চিমী পোশাক, তাতে কী? কানের মেজাজ হয়ে উঠল, একেবারে দেশি। ইতিমধ্যে সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে কানের রেড কার্পেট দাপিয়েছেন দীপিকা।
১৭ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব (75th Cannes Film Festival)। ফিল্ম ফেস্টিভ্যাল জুরি ডিনারে লুই ভিতোঁর মাল্টি কালার্ড পোশাকে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন দীপিকা।
২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত দেখা যায় দীপিকাকে। কানের রেড কার্পেটে এবছরও দশ দিনই হাঁটতে দেখা যাবে তাঁকে। ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই কান চলচ্চিত্র উৎসব।